বেফাক রেজাল্ট দেখার সহজ উপায়।

বেফাক রেজাল্ট দেখার সহজ উপায়।

(0 customer review)
বেফাক রেজাল্ট



ব্যাক্তিগত বা মাদ্রাসাওয়ারী বেফাকের ফলাফল দেখার নিয়ম অনেক শিক্ষার্থীই জানেন না। তবে যারা জানেন না তাদের জন্য ফলাফল দেখার পদ্ধতি সম্পর্কে জানানোর জন্য আমদের এই পোষ্টি করা হল। বেফাক পরীক্ষার ফলাফল অনলাইনে ব্যাক্তিগত বা মাদ্রাসাওয়ারী ফলাফল দেখতে হলে প্রথমে ভিজিট করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। বেফাকের অফিশিয়াল  ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইনে ফলাফল দেখবেন তা ধাপে ধাপে বর্ণনা করা হলোঃ 
  1.  প্রথমে www.wifaqresult.com এই ওয়েবসাইটে ঢুকুন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রেজাল্ট বা ফলাফল 
  2.  উক্ত ওয়েবসাইটে প্রবেশের পর একটি পেজ দেখতে পাবেন। যেখানে প্রথমে আপনার পরীক্ষার সন নির্বাচন করতে হবে, তারপর মারহালা নির্বাচন করতে হবে এবং শেষে আপনার রোল টাইপ করতে হবে। 
  3. এরপর নিচের “দাখিল করুন” বাটনে ট্যাপ করতে হবে। “দাখিল করুন” বাটনে ট্যাপ করলেই বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজাল্ট  দেখতে পাবেন।